আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘চনপাড়ায় সন্ত্রাসীদের জায়গা হবে না ’

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জের চনপাড়ায় মাদক বিরোধী মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার ( ১৩ জুলাই) মাদক বিরোধী এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি লোকমান ভান্ডারী,সাধারণ সম্পাদক শাহলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক বাবুল সরদার , ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার,৪ নং ওয়ার্ড আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শুকুর আলী , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৬ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক মোকলেছ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,আওয়ামী লীগ নেতা মোঃ মোক্তার হোসেন, মোঃ হানিফ।

এসময় বজলুর রহমান বলেন, চনপাড়াবাসী মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে। এখন থেকে চনপাড়ায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর স্থান হবে না। আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেখানেই মাদক ব্যবসা হবে, সেখানেই প্রতিবাদ করতে । চনপাড়ায় কোনো মাদক, সন্ত্রাসীদের জায়গা হবে না।