আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় মন্ত্রী গাজীর জন্য দোয়া

রূপগঞ্জ উপজেলার চনপাড়ায়  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সুস্থতা কামনায় ১২ টি মসজিদ ও ৪ টি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দোয়া হয়। দোয়ার আয়োজন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা  আব্দুল আলী সিকদার, লোকমান ভান্ডারী , আনিস মৌলিক,  নান্দু মুন্সি , ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক । পরে মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া পড়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল রাজাক।