আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় বজলুর গণসংযোগ

সংবাদচর্চা রিপোর্ট

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও মিছিল করেছেন কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ( প্রস্তাবিত) ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান। আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শনিবার ( ৩০ জানুয়ারি) তিনি এ গণসংযোগ করেন। চনপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চনপাড়া মোড়ে গিয়ে গণসংযোগ শেষ হয়। এতে অগণিত মানুষ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক আবু বকর সি‌দ্দিক, সহ সভাপতি তারেক, সাংগঠনিক সম্পাদক রাসেল ,  চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সহ সভাপতি মজিবর রহমান দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল, আল আমিন একাডেমির সহকারী শিক্ষক শাকিল, ইয়াছিনসহ অনেকে।