আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় নৌকার পক্ষে দীপুর গণসংযোগ

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব জাহেদ আলীকে বিজয়ী করার লক্ষ্যে চনপাড়ায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দীপু। শনিবার ( ৩০ অক্টোবর ) বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন।

এসময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকার প্রার্থী আলহাজ¦ মোঃ জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, আলহাজ¦ তাবিবুল কাদির তমাল, ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন পরিষদের সভাপতি নুরে আলম মুন, সংরক্ষিত মেম্বার প্রার্থী সেলিনা আক্তার রিতা, মেম্বার প্রার্থী এসএম শফিকুল ইসলাম জাহিদ, এসএম ইব্রাহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এড. আনিছুর রহমান দীপু বলেন, নৌকা উন্নয়ন এবং স্বাধীনতার প্রতীক। এ প্রতীককে হারতে দেওয়া যাবে না। চনপাড়া, কায়েতপাড়াবাসী নৌকার পক্ষে আছে। একটি সুবিধাবাদী চক্র নৌকাকে ডুবাতে ষড়যন্ত্র করছে । তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা নৌকার জয় নিশ্চিত করবো।