আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিক ভাবে  রূপগঞ্জে ৯শ’ অসহায় হতদ‌রিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় র‌বিবার (৩ মে) দুপু‌রে উপজেলার চরচনপাড়া ও চনপাড়া গ্রা‌মে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য বজলুর রহমান বজলু, রূপগঞ্জ উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, চরচনপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আজিম বেপারী, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ শামীম আলম, কা‌য়েতপাড়া ইউ‌নিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হো‌সেন, সাধারন সম্পাদক আবু তা‌হের, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক আরজুদা বেগম, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি শারমীন আক্তার, সাধারন সম্পাদক ম‌লি আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

স্পন্সরেড আর্টিকেলঃ