আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় আ.লীগের প্রতিষ্ঠাবাষিকী পালিত

রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিদেশে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নুর আলম মুন। এ সময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির হোসেন, বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সচিব এস এম ইব্রাহীম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আরাফাত , সাধারন সম্পাদক স্বর্নালী আকতার , চনপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাস্তবায়ন পরিষদ ও এসোসিয়েট কমিটির নেতৃবৃন্দ।। সভায় টেলি বার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি চলমান মহামারী করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন। এছাড়া সভা শেষে তবারক বিতরন করা হয়।