নিজস্ব প্রতিবেদক:
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বলেছেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্ডা রফিক চনপাড়ায় ঘোড়ার ডিম দিয়েছে। উনি ঘোষণার উল্টাটা করে। চনপাড়াবাসী তার কোনো সহযোগিতা পায় নাই। উনি চেয়ারম্যান হওয়ার পর ৮/১০ দিন সরকারী পরিষদে এসেছিলো। তিনি কায়েতপাড়ায় তেমন উন্নয়ন করেন নাই। উনি ব্যর্থ চেয়ারম্যান।
রবিবার ( ২১ মার্চ) চনপাড়ায় করোনা ভাইরাস মোকাবিলায় জনগণের মাঝে বিনামূল্যে হ্যান্ড ওয়াশিং সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় দুপুরে চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৩০০শত হ্যান্ড ওয়াশিং স্টেশন , সাবান, ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বলেন, করোনাভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত চনপাড়াবাসীর সাথে গাজী পরিবার আছে। আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় চনপাড়াবাসীর সেবায় মাঠে আছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ সাধারণ সম্পাদকঃ ইব্রাহিম সর্দার , চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক জিনিয়া নাসরিন, ব্র্যাকের করোনা ভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্র্যাকের করোনা ভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক আবদুল্লাহ আল নোমান মজুমদার, ব্র্যাকের করোনা ভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক মিতালী বালা, কায়েতপাড়া ইউনিয়নের স্বাস্থ্য কর্মী নাজমা আক্তার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অনেকে।