আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরের বেনাপোলস্থ চট্রগ্রাম সমিতির বার্ষিক বনভোজন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

চট্রগ্রাম

যশোরের বেনাপোলস্থ চট্রগ্রাম সমিতির বার্ষিক বনভোজন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

চট্রগ্রাম

মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলস্থ চট্রগ্রাম সমিতির বনভোজন ও র‌্যাফের ড্র অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার বেনাপোল সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুর রহমান সজন এর বেনাপোলস্থ মৎস খামারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেনাপোলে সরকারী-বেসরকারী অফিস, ব্যাংক,বীমা, প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা কেন্দ্রর ব্যবসায়ী সর্বপরী সেখানে কর্মরত বিভিন্ন পেশায় নিয়োজিত সমিতির সকল সদস্যগন ওই বনভোজনে অংশ গ্রহন করেন।

আনন্দ ঘন ঐ পরিবেশে “হাড়িভাঙ্গা” খেলাধুলা ও সমিতির আগামী দিনের করনীয় নিয়ে আলোচনার ও আয়োজন করা হয়। সমিতির সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী’র সভাপতিত্বের ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থল বন্দও পরিচালক আমিনুল ইসলাম। উপস্থিত সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। সমিতির মাসিক চাঁদা ৫০(পঞ্চাশ) টাকা থেকে ১০০(একশত) টাকা করার দাবী উথ্থাপন করা হয়। এর আগে স্বাগতিক বক্তব্যে সমিতির সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী দৈনিক প্রতিদিনের কথার বেনাপোল প্রতিনিধি এবং বন্দর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকের সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সেই সাথে মরহুমার অত্মার মাগফেরাত কামনা করে, দো’আ ও করা হয়। দো’আ পরিচালনা করেন বেনাপোল রেল স্টেশন মসজিদের ইমাম মাওলানা আব্দুল রহিম হাবিবী।

প্রধান অতিথী স্থল বন্দর পরিচালক আমিনুল ইসলাম সমিতির মাসিক সভার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, যাতে করে সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত¦বোধ এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সমিতির চাঁদার ব্যাপারে জোর দিয়ে বলেন, বর্দ্ধিত চাঁদার মাধ্যমে সংগঠনের ভীত আরও মজবুত হবে। অন্য এখনও যারা সমিতির সদস্য হতে পারে নাই তাদেরকে অন্তর্ভুক্ত করা ব্যাপাওে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আলোচনা শেষে র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম শাহীন, আইন বিষয়ক সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, এবং কার্যকরী সদস্য মোঃ রাসেল ইসলামকে সৌজন্যে মুলক পুরস্কার দিয়ে সম্মানীত করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় দায়িত্ব ছিলেন, সমিতির সাধারন সম্পাদক মোঃ মনির মজুমদার।