খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির মানববন্ধন
ইমরান সোহেল,চট্টগ্রাম ব্যূরো:
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সোমবার ১২ ফেব্রুয়ারি সকালে নুর আহম্মদ সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। শামীম বলেন, সরকার যে আশায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সে আশা কখনো পূরণ হবে না। বাংলাদেশে খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হবে না।
দেশের সাধারণ মানুষ গণ আন্দোলনের মাধ্যাে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের পছন্দ হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ চেয়েছিলো বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা গাড়ী ভাঙচুর করুক। আর এই সুযোগে আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে দোষ চাপাত বিএনপির উপর।
বিএনপি রায় ও সাজাকে কেন্দ্র করে কোন সহিংস আন্দোলন করেনি তাই সরকারি দল হতাশ। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেন, সরকার বিএনপির উপর যতই নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ততই বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। বেগম জিয়াকে কারাগারে পাঠিয়ে তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। সরকার মামলার রায়ের দিন ভীতিকর পরিবেশ সৃষ্টি করলেও বেগম খালেদা জিয়া অবিচলভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন। হাজার হাজার নেতাকর্মী নিয়ে আদালতে গিয়ে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের মারমুখী ভূমিকার বিপরীতে তার দৃঢ় এবং অবিচল অবস্থান সাধারণ মানুষের মাঝে নতুন পরিচয় তুলে ধরেছে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। আগামী নির্বাচনেই তার বহিঃপ্রকাশ ঘটাবে। ক্ষমতায় যাওয়ার রাস্তা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে উঠেছে। তাই সরকার ভীত হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে দুর্বল করতে টার্গেটে পরিণত করেছে। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সহ চট্টগ্রামে গ্রেপ্তারকৃত সকল নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার ১৩ ফেব্র“য়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক দল নেতা এম নাজিম উদ্দিন, সামসুল আলম, নগর বিএনপির সেক্রেটারি আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, বেলায়েত হোসেন বুলু, কাজী বেলাল, মোশারফ হোসেন দিপ্তী, কামরুল ইসলাম, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, মো. ছালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।