কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে ক্ষমতার জোরে বসতবাড়ী দখলের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গণমাধ্যমের নিকট এই অভিযোগ করেন রাউজানের জাহানারা বেগম (৩৭)। খোঁজ নিয়ে জানা যায়, রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুরে জাহানারা বেগমের একটি বসতবাড়ী রয়েছে। বসতবাড়ীর জায়গাটি রাউজান শহরের অদূরে এবং জমির বাজার দর অত্যন্ত উচ্চমূল্যের হওয়ার কারণে জমিটির দিকে দীর্ঘদিন যাবৎ লোভ ছিল অত্র এলাকার কুখ্যাত ভূমিদস্যু নাছির গংদের। দীর্ঘদিন যাবৎ নাছির বিভিন্ন কলাকৌশলে জমিটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে গত বছরের ২ ডিসেম্বর নাছির তার দলবল নিয়ে জাহানারা বেগমের বসত বাড়ীতে হামলা করে দখল করেন। শুধু তাই নয় তারা ঘর বাড়ী এবং বাড়ীর উঠানের বেশ কিছু মূল্যবান গাছ কর্তন করেন। দখলকারীদের মধ্যে অন্যতম নাছির (৩৭), জামাল, রফিক, সেলিম। এই নিয়ে ক্ষতিগ্রস্থ পক্ষ রাউজান থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন, জিডি নং- ১৬/১৬, তারিখ ০৯/০২/২০১৬ ইং। বর্তমানে ভূমিদস্যু নাছির ওয়ারেন্ট এর আসামী। কিন্তু তবুও প্রশাসনের সাথে আতাঁত করে তিনি দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তা ছাড়া তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও রাউজান থানায় বেশ কিছু অভিযোগ রয়েছে। কিন্তু এত কিছু স্বত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা রাউজান থানা পুলিশ। বিগত কয়েক মাস আগে জাহানারা বেগমকে রাতে ঘর থেকে বের করে নাছির গংরা বেধড়ক মারধর করে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরবর্তীতে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ বিষয়ে রাউজান থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন জাহানারা বেগম কিন্তু প্রশাষনের নিকট থেকে তিনি আশানুরুপ কোন বিচার পাননি। এই বিষয়ে জানতে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জিডির তদন্ত চলছে তদন্ত শেষে আমরা আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো। উল্লেখ্য এই নাছির গংদের অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামের জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীতে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।