আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুরে দাড়াচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি

ঘুরে দাড়াচ্ছে

 

 

ঘুরে দাড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য রাজনৈতিক ভাবে চলছে দুঃসময়। দলীয় প্রধান খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে। সেই সাথে বিএনপির সিনিয়র নেতাদের দাবি দেশের প্রায় প্রতিটি জেলাতেই বিএনপির প্রায় সকল নেতাকর্মীই নানা মামলায় জর্জড়িত।

নারায়ণগঞ্জেও বিএনপির নেতাকর্মীরা নানা মামলা মোকদ্দমায় জর্জড়িত। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর থেকেই  জেলা ও মহানগর বিএনপি কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি পালনকালে পুলিশি বাধার সম্মুখিন হচ্ছেন। কোনো রকমভাবে কর্মসূচি পালনে নামলেও পুলিশি বাধার মুখে তা বেশিক্ষন স্থায়ী হয়না।

বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান, নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায়ই বিএনপির নেতাকর্মীদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা দায়ের করেছে পুলিশ। যার ফলে বেশিরভাগ নেতাই বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত থাকা নিয়ে সংশয়ে থাকেন। এর আগে স্থানীয় শীর্ষ নেতাদের অধিকাংশই নানা কর্মসূচিতে ছিলেন অনুপস্থিত। তবে বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে। সামনে বিএনপির কর্মী সমাবেশ। এছাড়া দলীয় প্রধান কারাগারে যাওয়ার পর থেকে এখানকার সকল নেতাই বর্তমানে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মহানগর বিএনপি নারায়ণগঞ্জে ব্যাপক তৎপর। তারা বিভিন্ন কর্মসূচিতে স্বল্প পরিসরে হলেও মাঠে থেকেছে। এছাড়া জেলা বিএনপিও বর্তমানে আগের থেকে বেশ সক্রিয়।

বিএনপির রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছে, সরকার বিএনপিকে সভা সমাবেশ পর্যন্ত করতে দেয় না। যেভাবে তারা প্রতিটি সভা সমাবেশে পুলিশ পাঠায় তাতে করে মনে হয় বিএনপি একটি নিষিদ্ধ রাজনৈতিক দল।

তবে বিএনপির কিছু কিছু নেতা মনে করেন, বিরোধিদের উপর দমন নিপিড়ন অন্যান্য সময়ের তুলনায় এই সরকারের আমলে বেশি। এছাড়া বিএনপির নেতা থেকে শুরু করে সাধারন কর্মী পর্যন্ত প্রত্যেকেই একাধিক মামলায় আক্রান্ত। যার কারণে কর্মসূচি থাকলেও রাজপথের চেয়ে বেশি নেতাকর্মীরা আদালতের দরজায় থাকে বেশি।

গত ২৬ শে মার্চ মহান স্বাধিনতা দিবসে শো-ডাউন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি  কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম, সাধারন সম্পাদক এটিএম কামাল, সভাপতি এড. সাখাওয়াত হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ সকল নেতাই। আর তাদের এই কর্মকান্ডে তৃনমূলে নতুন করে শুরু হয়েছে উচ্ছাস।

স্পন্সরেড আর্টিকেলঃ