সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুর এলাকায় মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে । এ ঘটনায় অন্তত ২ জন সামান্য আহত হয়েছে। এ সময় হামলাকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি সংবাদচর্চাকে বলেন, হামলার ঘটনায় কোনো অভিযোগ পাই নাই। আমরা ঘটনাস্থল পরিদশন করেছি। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ স্ত্রী সন্তান নিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর বসেছিলো। আমি (ওসি নজরুল) তাকে জিজ্ঞাস করেছিলাম আপনার কোনো সমস্যা হয়েছে কি তখন আজাদ আমাকে বলেছিলো আমার কোনো সমস্যা হয় নাই। দুই জন সামান্য আহত হয়েছে। অপর একটি সুত্র জানিয়েছে , বিএনপির মধ্যে চরম কোন্দল রয়েছে। তারা নিজেরাই হামলা করে ক্ষমতাসীন দলের উপর দায় চাপানোর চেষ্টা করছে।