তাওসিফ মাইমুন: গ্রেফতার হয়রানি উপেক্ষা করে জনগণ সাড়া দিচ্ছে । এতে এটাই প্রমাণিত হয় যে দেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এ জোয়ারকে কেউ প্রতিরোধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গুলশানস্থ বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে আমরা নিবাচনের কাযক্রম ইতোমধ্যে শুরু করেছি। আমরা বিশ্বাসস করি জনগণের যে সাড়া আমরা দেখতে পাচ্ছি শ্রোতের মতো যে ঢল নামছে এতে করে নিবাচনের মাধ্যমে স্বৈরাচার এই সরকারকে আমরা সরিয়ে দিতে অবশ্যই সক্ষম হবো।
‘বিএনপি ঢালাও অভিযোগ করেছে’ নির্বাচন কমিশনের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি ঢালাও অভিযোগ করে না, সু স্পষ্ট একেবারে সুনিদিষ্ট অভিযোগ করেছে। আমরা সবসময় বলেছি, নিবাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব এবং সে সাংবিধানিক দায়িত্ব পালন করতে যদি ব্যথ হয় তার জন্য জনগনের কাছে জাতির কাছে জবাবদিহি করতে হবে।
আমরা বিশ্বাস করি নিবাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগনের যে আশা আকাঙ্খা তা পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুপুর পর্যন্ত ময়মনসিং বিভাগে ২৯ আসনের জন্য ২৩৩ জনের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাদি যারা সাক্ষাতকার দিচ্ছেন তারা পরিক্ষিত মাঠের নেতাকর্মী ও রাজপথের লড়াকু সৈনিক। তারা নিবাচনকে কেন্দ্র করে যে সংঠিত হবে তা নির্বাচনে জয়যুক্ত করতে সক্ষম হবে।