আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেনেড হামলার খুনিদের সঙ্গে ‘ঐক্য’ জনগণ মানবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্টের গ্রেনেড হামলার খুনিদের সঙ্গে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে ওবায়দুল কদের বলেন, খুনিদের সঙ্গে যারা ঐক্য করেন তাদের নীতি নৈতিকতা নেই। যে দলের চেয়ারম্যান খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাাপ্ত সেই দলের সাথে কী করে জাতীয় ঐক্য হয়? ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী- আপনারা কোন নৈতিকতায় এই খুনি দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন? দেশের রাজনীতি কি দণ্ডিত খুনীদের হাতে ন্যস্ত হবে? জনগণ তা গ্রহণ করবে না।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বুধবার তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসির রায় দেন আদালত। যাবজ্জীবন কারাদ-াদেশ হয় বিএনপির ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওই হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম আহসান, আইইবির প্রসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী সমিতির সভাপতি সভাপতি সবুজ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।