সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালির হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
গতকাল রূপগঞ্জ উপজেলার ছনি কাচার বাড়ী এলাকায় ঐতিহ্যবাহী কালবৈশাখী মেলায় প্রধান অতিথির বক্তৃতায় রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,বাঙালি সংস্কৃতি রসে ভরপুর।বাঙালির গ্রাম বাংলার ঐতিব্যবাহী লাঠি খেলা,মোরগের লড়াই, পুতুলনাচ হা-ডু-ডু খেলা হারানোর পথে। এ খেলাধুলা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় এসে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চেয়ে ছিলো। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রাম বাংলার ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি রক্ষায় কাজ করছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।
উল্লেখ্য যে ছনি কাচার বাড়ী ঐতিহ্যবাহী কালবৈশাখী মেলা ঐতিহ্যবাহী গ্রাম্য লাঠি খেলা,মোরগের লড়াই, পুতুলনাচ হাডুডু খেলা,কাচ নাচ ও বাউল গান পরিবেশন করা হয়।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম মাঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়ক ওবাইদুল মজিদ জুয়েল মাষ্টার, সহ-সভাপতি মোমেন, ৩নং ওয়ার্ডের মেম্বার মনিরউজ্জামান বাদশা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুসফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা রিটন প্রধান, সহ-সভাপতি মতিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা মতি আকন্দ,ইঞ্জিনিয়ার খালেদ,আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন।