আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর হোসেন ভূঁইয়া এ বাজেট ঘোষণা করেন।

চলতি অর্থ বছরে বাজেট ধরা হয়েছে ৫ কোটি ৫৬ লাখ ৬ হাজার ২‘শ ৫০ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে, ৪ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৮‘শ টাকা। বাজেটের সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ২৯ লাখ ৯৫ হাজার ২‘শ ৫০ টাকা।

বাজেট অনুষ্ঠানে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাঈম ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী আকবরসহ গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ।