সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। লকডাউন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলাকে । দেশের ক্রান্তিকালে লকডাউন অমন্য করে আড়াইহাজারে প্রকাশ্যে বসছে জুয়ার আসর। গতকাল গোপালদী পৌরসভার মার্টনী এন্ড মোতালিব ভুইয়া কিন্ডার গার্ডেনের দরজার সামনে বসে একদল জুয়াড়িকে জুয়া খেলতে দেখা যায়। নিরব পরিবেশ থাকায় সেখানে যুব সমাজ জুয়া খেলায় লিপ্ত হয়।
স্থানীয়রা জানান গোপালদী পুলিশ ফাঁড়ি সংলগ্ন টিএনটি অফিস, সদাসদী মেন্ডাতলা সহ ভূইয়া বাড়ি,তেলি বাড়ি সহ বিভিন্ন স্থানে প্রতিদিন জুয়া খেলা হয়। এলাকার যুবসমাজকে জুয়া খেলার আসক্তি থেকে বাঁচাতে স্থানীয় প্রশাসনের আরও কঠিন ভূমিকা পালন করা প্রয়োজন।
জুয়া খেলা বন্ধের জন্য এলাকাবাসী স্থানীয় পুলিশ প্রশাসন ,মেয়র,কমিশনার সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছে ।