আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপনে রণবীর-মাহিরার সাক্ষাৎ

গোপনে রণবীর-মাহিরার সাক্ষাৎ

গোপনে রণবীর-মাহিরার সাক্ষাৎ

সংবাদচর্চা ডটকম:

মাহিরার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছেন রণবীর।এ ঘটনায় রণবীর-মাহিরার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে বলিউডের বাতাসে।২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল রণবীর কাপুর ও পাকিস্তানি তারকা মাহিরা খানের একসঙ্গে ধূমপান করার ছবি। এ নিয়ে কম জল ঘোলা হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। মুসলমান নারী হয়ে মাহিরার ধূমপান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রথমে সমালোচনার তীব্র জবাব দিলেও পরে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন ‘রইস’খ্যাত এই তারকা। যদিও ব্যাপারটি অস্বীকার করেছেন দুজনেই।

তবে প্রেমের গুঞ্জনকে অস্বীকার করলেও ইন্ডিয়া টুডের খবর জানাচ্ছে, মাহিরার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছেন রণবীর। পাকিস্তানি ছবি ‘ভেরনা’র প্রচারে লন্ডনে গিয়েছেন মাহিরা। আর তাঁর সঙ্গে দেখা করতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম অংশের শুটিং শেষ করে লন্ডনে পৌঁছেছেন রণবীর। স্পটবয়ের খবর জানাচ্ছে, দেখা হওয়ার পর তাঁদের দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। ছবির প্রচার শেষে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন মাহিরা। অন্যদিকে মার্শাল আর্টের প্রশিক্ষণের জন্য লন্ডনে আরো কিছুদিন থাকবেন রণবীর।

বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির বাকি অংশের কাজ রয়েছে রণবীরের হাতে। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। আরো রয়েছেন অমিতাভ বচ্চন। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’র শুটিং। চলতি বছরের ২৯ জুন যা মুক্তি পাওয়ার কথা রয়েছে।