সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অভিযান চালিয়ে ১০টি ড্রাম ভর্তি ২ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে র্যাব -১১। সোমবার ( ২ মার্চ) দুপুরে গোদনাইল পদ্মা রোড বারমা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই তেল উদ্ধার করা হয়। এসময় চোরাই চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ তারা মিয়া (৩৫), মোঃ লিটন (৩৯) , মোঃ হোসেন (৩৪)। উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য চার লক্ষ ত্রিশ হাজার টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি জানান , গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে ।
তিনি আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো। উক্ত এলাকায় ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। এই ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।