আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোগনগরে সংঘর্ষ

সংবাদচর্চা রিপোর্ট
গোগনগর ইউনিয়নের সৈয়দপুরে ঘুড়ি নিয়ে কেন্দ্র করে দু’এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময়ে এলাকায় আতংক দেখা দেয়। পরে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
দস্য পারভেজের একটি ঘুড়ি এসে নতুন সৈয়দপুর এলাকার সানাউল্লাহ এর পুত্র মন্জিলের বাড়ির আম গাছের উপর এসে পড়ে। আমগাছ থেকে ঘুড়ি পাড়তে চাইলে বাঁধা দেয় মঞ্জিলের লোকজন। এতে করে উভয়ের সাথে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১১ টায় গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলীর বাসভবনে বিচার শালিশ বসে। বিচারে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে নতুন করে সৈয়দপুর ও পুরাতন সৈয়দপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপ করলেই আঘাতে ১৫ জনআহতহয়।
উভয় পক্ষের আহতরাহলেন, আমজাদ হোসেন, লতিফ মেম্বার, কাওছার, রাসেলআহম্মেদ, আজমীর, মোশাররফ, নাহিদ সহ ১৫ জন। আহতদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঞ্জিলের লোকজন জানান, সন্ত্রাসী রোস্তমের নেতৃত্বে তার ভাগিনা রিহান,অনিক,রাব্বি, জয়নাল,অংকন, রবিন, আনছার, রবেল, কবির,নজরুল,হানিফ, টিটু,সৈয়দ হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জনসন্ত্রাসী অর্তকিতভাবে আমাদের উপরহামলাচালায়।বাড়িতে প্রবেশকরেমহিলাদের মারধর ও বাড়িঘরভাংচুরচালায়।
অপরদিকে রোস্তমের লোকজনের দাবী প্রতিপক্ষ সন্ত্রাসী মোক্তার,লতিফ মেম্বার, মন্জিল,সনি,সজীব, আকাশ,আনোয়ার হোসেন, তোফাজ্জল মেম্বার ও তাজেলএর নেতৃত্ব আমাদের লোকজনেরউপরহামলাচালায়।তারাআগে থেকে প্রস্তুতিনিয়েরাখায়আমাদের লোকজনমারখায়। এতে করে মোশাররফ ও নাহিদ গুরুতরজখমহয়।