আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোগনগরে ভিজিএফ’র চাল বিতরণ

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোগনগর বঙ্গবন্ধু সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এ চাল বিতরণ করা হয়। এসময় সভাপতির বক্তব্যে নওশেদ চেয়ারম্যান বলেন, আমরা ৮৬৭ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর দেয়া উপহার চাল বিতরন করেছি। এখানে কাউকে কোন ভাবে চাল ওজনে কম দেয়া হবে না।

আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। এই চাল বিতরণে কোন অনিয়ম মেনে নেয়া হবে না। কেউ যদি ওজনে চাল কমপান আমাকে জানাবেন।

এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউয়িনের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেন, নারী সদস্য নাজমা বেগম, তাহমিনা বেবি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।