কভিড-১৯ করোনাভাইরাসে কারণে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়াতে গৃহবন্দী রয়েছেন। শাবনূর অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তিনি বলেন, বাজার করা ছাড়া আপাতত বাসার বাইরে যাওয়া হচ্ছে না। পুরো অস্ট্রেলিয়া আতঙ্কিত। সিডনি থেকে মেলবোর্ন যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে এদেশের সরকার। ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও খাবার শেষ হয়ে আসছে। কী যে হবে! সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে।

