আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার :স্বামী আটক

গৃহবধূর

সিদ্ধিরগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার :স্বামী আটক

গৃহবধূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জালকুঁড়ি এলাকার আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে গৃহবধুর   লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমার বাড়ি নাটোরের কাঠালবাড়ি এলাকার নাসির উদ্দিনের মেয়ে। তার স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। সে পেশায় একজন টাইলস মিস্ত্রী।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার রহস্যজনক। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে এটি হত্যাকান্ড কিনা তা এখনো নিশ্চিত না। ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।