আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে এক পথচারী। সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার বন্ধু মো. মেহেদী মোটরসাইকেলে রাজধানীর মতিঝিল থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাদের বাড়িতে যাচ্ছিলেন। সানারপাড়ে দুইটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাদের পথরোধ করে জয়নালের ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ২৫ লাখ টাকা ছিল।

এ সময় তারা পাশ দিয়ে হেঁটে যাওয়া নাইম হাসান নামের এক যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হবে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।