আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুরুর ‘পরিবার’ সমাচার

নবকুমার:

অবশেষে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের দুই পরিবার নিয়ে কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ার হোসেন। আলী আহমেদ চুনকা পরিবার থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ডাক্তার সেলিনা হায়াত আইভী। আর একেএম শামসুজ্জোহার দুই ছেলে সেলিম ওসমান ও শামীম ওসমান বর্তমানে সংসদ সদস্য । জনশ্রুতি রয়েছে সেলিম ওসমান , শামীম ওসমান,আইভীদের গুরু আনোয়ার হোসেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উত্তর চাষাঢ়ায় এক অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জে কেবল এই পরিবারের লোক আর ওই পরিবারের লোক। এই পরিবারের লোক সংসদ সদস্য, ওই পরিবারের লোক পৌরসভার মেয়র, পৌরসভার চেয়ারম্যান। আমার কোনো পরিবার নাই। আমি কেবল শেখ হাসিনার পরিবারের কর্মী। নারায়ণগঞ্জের মতো জায়গায় রাজনীতি করে এই পর্যন্ত পৌঁছেছি কেবল নেত্রীর কারণে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, মানুষের জন্য কাজ করো, মানুষের প্রতিনিধি হও। মানুষকে ধমক দিয়ে মানুষের ভোট আদায় করা যায় না। অল্প সময়ের মধ্যে অনেক কাজ শেষ করেছি। তারপরও কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেইসব অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চাই। গুরুকে শীষ্যরা সেই সুযোগ করে দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। গুরু আবার শীষ্যর জন্য কাজ করবে কিনা তা দেখার অপেক্ষায় শহরের মানুষ।