জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিশা পাটানি ‘মালাঙ্গ’ ছবির শুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন। কিন্তু সেই শুটিং সেটেই ঘটেছে বিপত্তি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন দিশা।
ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে। সাময়িক বন্ধ হয়ে যায় ছবির শুটিং। বর্তমানে নায়িকা আগের থেকে ভালো রয়েছেন।
তবে এই প্রথম নয়। এর আগেও ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন দিশা। ‘ভারত’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হাঁটুতে আঘাত পেয়েছিলেন দিশা। যার রেশ এখনো রয়েছে।

