র্যাব-১১ অভিযান পরিচালনা করে মো. সবুজ মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
সোমবার (১৭ জুন) বিকাল সাড়ে ৬টায় বন্দর থানার ১নং গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. সবুজ মোল্লা (৩২) সোনারগাঁ থানার মোল্লাপাড়া গ্রামের নুরুল আমিন মোল্লার ছেলে।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১নং গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে সবুজ মোল্লার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবুজ মোল্লা তার নিজ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
র্যাব আর ও জানায়, তার বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।