সমাপ্ত হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। আগামী ২৩ মে ভোট গণনা। কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন বুথ ফেরত জরিপে আভাস পাওয়া গেছে যে ৩০০-র বেশি আসন পেয়ে দ্বিতীবারের মতো কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১২০ টি আসন। এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে পরামর্শ দিলেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
সোমবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক অডিও বার্তায় তিনি বলেন, বুথ ফেরত জরিপ নিয়ে যে আভাস দেওয়া হয়েছে; তা গুজব মাত্র। এই ধরনের গুজবেও কান দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, আমার প্রিয় কংগ্রেস কর্মী বোন এবং ভাইয়েরা গুজব এবং এই বুথ ফেরত জরিপের হিসাব জেনে আপনারা নিজেদেরকে অনুৎসাহিত হতে দেবেন না। এটা করা হয়েছে কেবলমাত্র আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এত কিছুর মধ্যেও আপনাদের সতর্ক থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে ভোট গ্রহণ কেন্দ্র এবং স্ট্রং রুমের বাইরে কড়া নজর রাখবেন। আমরা আশাবাদী যে আমাদের ও আপনাদের সম্মিলিত পরিশ্রমে ভালো ফলই পাওয়া যাবে।’