আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গার্লস অব না.গঞ্জের মেলায় প্রগতি আইটি

সংবাদচর্চা রিপোর্ট
‘গার্লস অব নারায়ণগঞ্জ’ এর আয়োজনে তিন দিন ব্যাপি মেলায় অংশ নিয়েছে নারায়ণগঞ্জের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান প্রগতি আইটি। গ্রাহকদের মানসম্মত ইন্টারনেট সেবা ও নতুন নতুন ইন্টারনেট ডিভাইস সম্পর্কে জানাতে তাদের স্টলে রয়েছে আইপি টেলিফোন, রাউটার, কম্পিউটার ডিভাইসসহ বহু জাতীয় আইটি ডিভাইস।

প্রগতি আইটির প্রতিষ্ঠাতা মোঃ শাজাহান জানান, এই মেলাতে বহু জাতীয় পণ্যের স্টল থাকলেও আইটি স্টল আমাদেরই। গ্রাহকদের স্বল্পমূল্যে ও উন্নত মানের ইন্টারনেট সেবা দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবসমই চেষ্টা করি ভাল মানের ইন্টারনেট সেবা ও উন্নত ডিভাইস গ্রাহকের কাছে পৌঁছে দিতে।

এসময় উপস্থিত ছিলেন প্রগতি আইটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা আলী আরশাদ জনি ও মোঃ রেজাউল করিম।

জানা গেছে, ‘গার্লস অব নারায়ণগঞ্জ’ এর আয়োজনে তিন দিন ব্যাপি মেলা গত ৮ই ডিসেম্বর শুরু হয়েছে এবং ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে।