আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঋনের চাপে গার্মেন্টস মালিকের আত্মহত্যা

গার্মেন্টস মালিকের আত্মহত্যা

গার্মেন্টস মালিকের আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক:
ঋনের চাপ সইতে না পেরে ফতুল্লার রপ্তানিমুখী গার্মেন্ট প্রতিষ্ঠান এনএম ফ্যাশনের মালিক আব্দুল মতিন (৪৭) আত্মহত্যা করেছেন। নিহত আব্দুল মতিন কুষ্টিয়ার দৌলতপুর থানার মৃত আব্দুল জলিলের ছেলে। সে স্বপরিবারে মাসদাইর পাকাপুলের এবি প্লাজার সপ্তম তলায় ফ্লাট ক্রয় করে বসবাস করে আসছিল।
শনিবার (৯ জুন) সকালে নিজ ফ্ল্যাটে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আব্দুল মতিন আত্মহত্যা করেন।
ব্যাংক ঋণ সহ বিভিন্ন লোকের কাছের প্রায় আড়াই কোটি টাকা ঋণ থাকায় আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছেন। আর ঋণের বিষয়গুলো মৃত্যুর আগে একটি খাতায় লিখে গেছেন। পরে লিখে যাওয়া সেই খাতাটি উদ্ধার করেছে।
দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মঞ্জুর কাদের জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঋনের চাপ সইতে না পেরে গার্মেন্টস ব্যবসায়ী আত্মহত্যা করেছে।