বিনোদনচর্চা প্রতিবেদকঃ
প্রথমবারের মতো আয়োজিত ‘এসিআই ফান কেক চ্যানেল আই গানের রাজা’র মুকুট পড়লো খুলনার ফাইরুজ লাবিবা। সারাদেশের ৫ হাজার প্রতিযোগী টপকে চ্যানেল আই চূড়ান্ত পর্বের পাঁচ প্রতিযোগীর মধ্যে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট জয় করলেন লাবিবা।
প্রথম রানার্সআপ হয়েছে নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানার্সআপ ময়মনসিংহের সিঁথি সরকার। প্রথম রানার্সআপ হিসেবে পুরুষ্কার পেয়েছে ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ২ লাখ টাকা।
‘এসিআই এক্সট্রা ফান কেক ‘চ্যানেল আই গানের রাজা’এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে সেখান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।এতে প্রধান দুই বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনাল ও ইমরান।
আর চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে অংশ নিয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী রুনা লায়লা।গ্র্যান্ড ফিনালে আয়োজনে উপস্থপনায় ছিলেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।
সংগীতের মহোৎসবে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ দেশের সংগীতাঙ্গগনের বিজ্ঞ অনেকেই।

