আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজী পিসিআর ল্যাবে নতুন শনাক্ত ১২

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ২৩ হাজার ৮ শ ৭৯ টি করোনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) গাজী পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছে ঢাকা, রূপগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ এলাকার মানুষ।
ল্যাবটিতে প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। র‌্যাব ,পুলিশ , ম্যাজিস্ট্রেট , চিকিৎসক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে সরকার নির্ধারিত স্যাম্পল প্রতি ১০০ টাকা ফি তে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে। ল্যাবটির সুফল পাচ্ছে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষ।