আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজী টায়ারে লুটকারীসহ গ্রেপ্তার ২

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ারের মালপত্র লুটকারী  ফয়সাল সিকদার (২২)সহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২২ অক্টোবর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল শিকদার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার জয়নাল শিকদারের ছেলে। গ্রেফতারকৃত অপর আসামি জিতু মিয়া (১৮) একই এলাকার  রফিকুল ইসলাম এর ছেলে। গত ২৫ আগস্ট বিকাল ৪ টার সময়ে বিপুল সংখ্যক অজ্ঞাতনামা উশৃংখল দাঙ্গাকারী/লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটাসহ মিছিল নিয়া গাজী টায়ার কারখানার মেইনগেইট ভাঙ্গিয়া নিরাপত্তা প্রহরীদের মারধর ও প্রাণনাসের হুমকি ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক অবৈধভাবে কারখানা প্রাঙ্গনে প্রবেশ করে এবং কারখানার গামী করা হইয়িক্সিং বিল্ডিংয়ে আক্রমন চালাইয়া উহাতে স্থাপিত মেশিনারিজ, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসহ প্রক্রিয়াধীন মালামাল এবং বিল্ডিংয়ের গুদাম/পণ্যাগারে মুজদকৃত বিপুল পরিমান কাঁচামাল ইত্যাদি লুটপাট ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাহারা উক্ত ভবনে অগ্নিসংযোগ করে। সংবাদ পাইয়া বিভিন্ন স্টেশন হইতে ফায়ার সার্ভিস দল পিটা ঘটনাস্থলে আসে এবং অগ্নি নির্বাপন শুরু করে, যাহা ২৮ আগস্ট  নির্বাপন করা সম্ভব হয়। এ ঘটনার প্রেক্ষিতে গাজী অটো টায়ারস্-এর কারখানার মিক্সিং বিল্ডিংসহ উহাতে স্থাপিত মেশিনারিজ, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, প্রক্রিয়াধীন মালামাল এবং উক্ত বিল্ডিংয়ের গুদাম/পণ্যাগারে মুজদকৃত বিপুল পরিমান কাঁচামাল ইত্যাদি ব্যাপক ক্ষতি সাধিত হয় যাহার পরিমান আনুমানিক টাকা ৩৯৪,৭৬,৬৮,৮২২/- (তিনশত চুরানব্বই কোটি ছিয়াত্তর লক্ষ আটষট্টি হাজার আটশত বাইশ) টাকার ক্ষতিসাধন হয়। বাদীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সাহেব অত্র মামলা রুজু করিয়া, মামলার তদন্তভার আমার উপর অর্পন করেন। তদন্তকালে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উল্লেখিত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, আসামীদের নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে।