আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘গাজীর যোগ্যতা অন্য প্রার্থী মাথায় রাখতে পারবে না’

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির অবরোধের প্রতিবাদে হাটাবো বাজারে সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা। মঙ্গলবার ৭ নভেম্বর বিকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষে তিনি এই সন্ত্রাস বিরোধী মিছিল করেন।


সমাবেশে ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা বলেন, গাজী সাহেবের মতো যোগ্যতা রূপগঞ্জের অন্য কোন প্রার্থীর নেই। তিনি একজন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিএনপি, জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আজকে গাজী সাহেব লড়ছে। আমরা মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয়ের সাথে আছি। হাটাবোর মাটি গাজী সাহেবের ঘাটি। গাজী সাহেবের যে যোগ্যতা আছে তা অন্য প্রার্থীরা মাথায় করে দাঁড়িয়ে থাকতে পারবে না। গাজী সাহেব টানা তিনবারের সংসদ সদস্য। তিনি রূপগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গাজী ভাই, রফিক ভাই একভাই। গাজী সাহেবকে অন্য প্রার্থীরা ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে আমরা গাজী সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করবো।