আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী এলাকায় ট্রাকে করে মাদক পরিবহন কালে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেন র‌্যাব-১। শনিবার (২৪আগস্ট) রাত ২টা ১৫মিনিটের দিকে মাছের রেণু পোনাবাহী ০১টি মিনি ট্রাকে করে মাদক পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে ৩০কেজি গাঁজা ,১টি মিনি ট্রাক,নগদ সাত হাজার সত্তর টাকা ও ১টি মোবাইল সেটসহ আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুরের মৃত মুকতল হোসেনের ছেলে মোঃ মাইন উদ্দিন (২৫), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইস এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম(২৪)। এরা হলো চিহিৃত মাদক ব্যবসায়ী। ঢাকা উত্তরার র‌্যাব-১ এর কর্ণেল সারওয়ার বিন কাশেম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, বেশ কিছুদিন ধরে একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা পাচার করে সুকৌশলে রাজধানীতে নিয়ে আসছে। মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পরিবহনে যাত্রীবাহী বাস, মৌসুমী শাক-সবজি বহনকারী ট্রাক,আম, ধান, গম,ভূট্টা ইত্যাদি গাড়ি ব্যবহার করে থাকে। র‌্যাব-১ মাদক চোরাচালানকারী এসব সিন্ডিকেটকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় (২৪আগস্ট) র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানাধীন ঢাকা- ময়মনসিংহ রোডের পূর্ব পাশে ১৭৫ কাজী মার্কেটের মর্ডান ফার্ণিচার মার্ট নামক দোকনের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়িয়া থেকে গাজীপুরের উদ্দেশ্যে মাছের রেণু পোনাবাহী ০১টি মিনি ট্রাকে করে মাদক পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে।