আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে অটোপাসের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

সংবাদচর্চা অনলাইনঃ

গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর আহমেদ, গাজীপুর শাহীন স্কুলের ইমতিয়াজ আহমেদ রাতুল, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইফ সাদিক, কামরুল ইসলাম, অনুপম নিপন, প্রাপ্ত আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় দশ মাস এগারো দিন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ২০২০ সালের এইচএসসি পরিক্ষার মত ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করার দাবি জানাই।