আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
চকবাজার ট্রাজেডিতে নিহতদের পরিবারকে উপর্যুক্ত ক্ষতিপূরণ, আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা প্রদান এবং অগ্নিকান্ডের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব শহরের ১নং রেলগেটে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বহীনতার কারণে চকবাজারে অগ্নিকান্ড হয়েছে। ইতিপূর্বে নিমতলী অগ্নিকান্ডে শতাধিক মানুষ নিহত হওয়ার পর দাবি উঠেছিল পুরান ঢাকা থেকে কেমিকেল গোডাউন অন্যত্র সরিয়ে নিতে হবে। তদন্ত কমিটিও গোডাউন সরানোসহ বেশকিছু সুপারিশ করেছিল।

কিন্তু সরকার মানুষের দাবী এবং তদন্ত কমিটির সুপারিশ কোনটাই বাস্তবায়ন করেনি। ফলে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। নেতৃবৃন্দ দায়িত্ব অবহেলার কারণে সরকারের সংশি¬ষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানান।

তারা পুরান ঢাকা থেকে সকল প্রকার দাহ্য কেমিকেল গোডাউন ও প¬াষ্টিক কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।