আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাঁজা গাছসহ আটক দুই

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার বিশাল দুইটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুুলিশ। এ সময় দুই সহোদরকে আটক করা হয়েছে। এরা হলো- স্থানীয় খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত সামছুউদ্দিনের ছেলে গোলাম রসুল (৫৫) ,মোস্তফা (৬০)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। গাছ দুইটি ঝোঁপ প্রজাতির প্রায় ১৭ ফুট লম্বা বলে জানায় পুলিশ। অভিযানে অংশ নেয়া এসআই শামীম বলেন, কেমিক্যাল পরীক্ষার পর জানা যাবে এগুলো গাঁজা, নাকি ভাং গাছ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকা থেকে গাঁজা স্বদৃশ্য দুইটি গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই সহোদরকে আটক করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।