আড়াইহাজারে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার থানার ওসি এম এ হকের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদনা গ্রামের আব্দুর রহমান, আড়াইহাজার উপজেলার টেকপাড়া গ্রামের খোরশেদ মিয়া ও বালিয়া পাড়া গ্রামের হাবু মিয়া। এদের মধ্যে জালাকান্দি মশারী মিল এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুর রহমান, আড়াইশ’ গ্রাম গাঁজাসহ টেকপাড়া থেকে খোরশেদ এবং ৫২ পিস ইয়াবাসহ বালিয়াপাড়া এলাকা থেকে হাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
থানার ওসি এম এ হক জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে অভিযান চলছে। তারই জেরে শীর্ষ ৩ মাদক সম্্রাটকে ধরতে সক্ষম হয়েছি।