আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

গাঁজাসহ প্রাইভেটকার

গাঁজাসহ প্রাইভেটকার

 

নিজস্ব প্রতিবেদক:
উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
শনিবার (১২ মে) সকাল ১১টার দিকে রামচন্দ্রদী এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ হাসান জানান, সকালে বাঞ্ছারামপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার বিশনন্দী ফেরিঘাট পার হয়ে আড়াইহাজার এলাকায় ঢুকে। খবর পেয়ে পুলিশের একটি টিম প্রাইকেটকারটির পিছু নেয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি রেখে চালক ও ভেতরের থাকা অজ্ঞাতরা পালিয়ে যান। এ সময় তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে ১০ কেজির তিনটি বস্তা থেকে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া শুক্রবার (১১ মে) রাতে গোপালদী দাইরাদী এলাকায় অভিযান চালিয়ে নাজির মোল্লার ছেলে ডালিম মিয়াকে এক কেজি গাঁজা ও জয়নাল মোল্লার ছেলে নুরু মোল্লাকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।