আজ বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাঁজাসহ ধরা পরল আমেনা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দরে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আমেনা বেগম (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ২৪ জুন সন্ধ্যায় কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি , আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী আমেনা বেগম (৩৩) মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিণ উগাকান্দি এলাকার মোঃ নুর আলম এর স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভূইয়ারপাড় আলসাভা এলাকায় বসবাস করার পাশাপাশি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং অভিনব কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।