আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে হেরোইন ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৬

জালনোট চক্র

গাঁজাসহ গ্রেপ্তার

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃত ৬ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৮৭ পিছ ইয়াাবা ট্যাবলেট, ৫০ পুড়িয়া হেরোইন ও ৫’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। রোববার রাতে বন্দর থানার সিএসডি গেইট, পুরান বন্দর চৌধুরী বাড়ী ও ধামগড় জামিয়া মাদানিয়া মাদ্রাসা এবং একরামপুর আকিজ সিমেন্টের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৫৩(৪)১৮, ৫৪(৪)১৮, ৫৫(৪)১৮ ও ৫৬(৪)১৮। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর সিএসডি গেইট এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দেউলী চৌরাপাড়া এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মাহ আলম (৩৮)কে গ্রেপ্তার করে। এদিকে বন্দর থানার এএসআই জালালসহ সঙ্গীয় র্ফোস পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাঁজা ও ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার জুলহাস মিয়ার ছেলে ইউনুছ (২৮), মৃত আব্দুল সিদ্দিক মিয়ার ছেলে মোঃ হোসেন (৪২) ও একই এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে তুষার (২২)কে গ্রেপ্তার করে। অপর দিকে থানার এএসআই জাকিউলসহ সঙ্গীয় র্ফোস ধামগড় জামিয়া মাদানিয়া মাদ্রাসার সামনে থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেন মিয়ার ছেলে সাগর (২২)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও সোমবার ভোরে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক অজয় কুমার পালসহ সঙ্গীয় র্ফোস একরামপুর আকিজ সিমেন্টের সামনে অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইনসহ সিএসডি গেইট এলাকার আবুল মিয়ার বাড়ী ভাড়াটিয়া মৃত মোঃ হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মিঠু (৪৫)কে গ্রেপ্তার করে। ধৃত ৬ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।