আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাঁজাসহ আটক আসামি রিমান্ডে

রূপগঞ্জে  ৪৯ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ( ১০ মার্চ) নারায়ণগঞ্জ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট কাউছার আলমের আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন ভোলার সদর থানাধীন ধনিয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে ফয়সাল আহমেদ ও মাগুরার মোহাম্মদপুর থানাধীন চর বড়রিয়া পশ্চিমপাড়া মোল্লা বাড়ি এলাকার লিয়াকত মোল্লার ছেলে আশরাফ হোসেন মোল্লা।

প্রসঙ্গত ৮ মার্চ রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরের ঢাকা সিটি বাইপাস সড়ক সংলগ্ন ভুইয়া রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব । পরে আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়।