নগরীর একটি সুতার গোডাউন থেকে ৫২ বোতল ফেন্সিডিলসহ সুতার গোডাউনের মালিক আকরাম হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কালীরবাজার চারারগোপ এলাকার ১৬ তলা বিল্ডিং এর একটি ভাড়া নেওয়া দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বুধবার সকালে সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শিশির আহম্মেদ মুকুল বাদী হয়ে মাদক ব্যবসায়ী মো. আকরাম হোসেন পলাশসহ অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।
মামলায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. শিশির আহম্মেদ জানতে পারেন নগরীর কালীরবাজার চারারগোপ এলাকায় ১৬ তলা বিল্ডিং এর একটি সুতার গোডাউনে তিনজন লোক নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। সংবাদের বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত সেখানে গেলে তিনজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আকরাম হোসেন পলাশকে আটক করা হয়। আকরাম জানায় সে সুতার গোডাউনের মালিক এবং সুতার গোডাউনে ফেন্সিডিল রক্ষিত আছে। পরে সে নিজ হাতে বের করে দিরে পুলিশ ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করেন।