নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সদস্য সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পদচারণায় বদলে যাচ্ছে রূপগঞ্জের উন্নয়ন চিত্র। দূর হচ্ছে যাতায়াত সমস্যা। নির্মান হচ্ছে নতুন নতুন সড়ক। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। শনিবার (৬ জুলাই) তারাব পৌর সভার গন্ধর্বপুর এলাকায় আরসিসি দুইটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, রূপগঞ্জের কোন উন্নয়ন বাদ থাকবে না। যত রাস্তা ঘাট আছে সব পাকা করা হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বহিবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। বিএনপি জামায়াত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে লুটপাট করেছে। ওরা কোন উন্নয়ন করে নাই। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের স্বর্ণযুগ ফিরে এসেছে। রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আলতাফ হোসেন গুলবক্স, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, তারাব পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেলসহ অনেকে।
যে রাস্তা দুইটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তা হলো একটি গন্ধর্বপুর কর্ণগোপ রফিকের বাড়ী হইতে পূর্বনগর জামে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা । অপরটি গন্ধর্বপুর নামাপাড়া হাকিম উদ্দিনের বাড়ি হইতে বোচার বাগ ভায়া বংশীনগড় পর্যন্ত আসি.সি রাস্তা ।