টি.আই.আরিফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ঢাকার একেবারে কাছে তারাব পৌরসভা। এটি একটি এ গ্রেডের পৌরসভা। গত ১৭ বছর তারাবতে কোন উন্নয়ন হয়নি। আমাদের কষ্ট লাগে। এখানে এখনও পানি, ড্রেন ও রাস্তাঘাটের সমস্যা আছে। তবে বিগত সরকার ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমাদের ইউএনও মহোদয় গত ১ বছরে তা করেছে ফেলেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে পৌরভবনে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
দীপু ভুঁইয়া বলেন, গত ২২ তারিখে আমরা উঠান বৈঠক করেছিলাম মহিলাদের নিয়ে। সেটি জনসমাবেশে পরিনত হয়েছিল। তাদের দাবী ছিল পানির সমস্যার সমাধান। আরেকটি দাবী ছিল এ জায়গার ফ্যাক্টরিতে অনেক বাইরের মানুষ চাকরি করছে। আমাদের রূপগঞ্জের লোকজন যদি এখানে দিন এনে দিন খাওয়ার চাকরিও যদি না পায় তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। আমরা ফ্যাক্টরি মালিকদের দাবী জানাই আপনারা যোগ্যতা অনুযায়ী স্থানীয় লোকদের চাকরি দিন। তারপরেও যদি কেউ কোন অপরাধ করে প্রয়োজনে আমরা তার বিচার করে শাস্তির আওতায় আনবো। তবুও রূপগঞ্জের লোকদের চাকরির ব্যবস্থা করে দিন। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

