আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গতবার যা করেছিলাম সেটা ছিল আত্মঘাতী : মির্জা আব্বাস

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে জানিয়েছেন ‌বিএন‌পি’র স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গতবার আমরা যা করেছিলাম সেটা ছিল আত্মঘাতী এবং ভুল সিদ্ধান্ত। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা শেষ সময় পর্যন্ত মাঠে থাকবো। অবস্থা দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো।

আজ শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁও মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এসব কথা জানিয়েছেন।

মির্জা আব্বাস বলেছেন, কোনো কেন্দ্রেই শান্তি নেই। যেখানে শান্তি ছিল সেখানেও অশান্তি শুরু হয়েছে। আমি স্বাভাবিকভাবে ভোট দি‌তে পার‌লেও সময় লেগেছে।