আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গণহত্যার বিচার চায় কাউন্সিলর খোরশেদ

সংবাদ বিজ্ঞপ্তি

রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের উদ্দ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।১৫ আগষ্ট (বৃহস্প্রতিবার) বিকেল ৫.০০ টায় মাসদাইর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও প্রধান বক্তা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, মহানগর কৃষক দলের সভাপতি স্বপন খন্দকার, সিনিঃ সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, শহর কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাবেক যুবদল নেতা আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, ইসলেহ উদ্দিন ঈশা, রিটন দে, সুমন ভূইয়া, মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক শওকত খন্দকার, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ, শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।
দোয়ার পূর্বে কাউন্সিলর খোরশেদ বলেন, আওয়ামীলীগ সরকার এর আমলে সকল গনহত্যার বিচার করতে হবে এবং দলিয় নেতা কর্মীকে বিশৃঙ্খলা এড়িয়ে দলকে সু-সংগঠিত করার আহবান জানান। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে বিএনপি ক্ষমতায় আসবে…ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানের সভাপত্ত্বিত করেন মহানগর কৃষক দলের সভাপতি এনামূল হক খন্দকার স্বপন ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ।