আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গণফোরামের কাউন্সিল অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ৫ম  বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় কাউন্সিলে উপস্থিত ছিলেন, পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড.আবু সাইয়িদ,সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

কাউন্সিলে  গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সাংবিধানিক অধিকার রক্ষায় জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে ।

তিনি বলেন,  যেসব বিধান রয়েছে, যেখানে আপনাদের ক্ষমতা দেয়া রয়েছে, সংসদের ক্ষমতা রয়েছে, বিচার ব্যবস্থার ক্ষমতা রয়েছে, সেসব ক্ষমতাগুলো রক্ষা করার পাহারাদার কিন্তু আপনারা, আমরাই। আমরা যদি এটা না বুঝে থাকি, তাহলে সংবিধানই থাকবে না।

তিনি আরও বলেন, সংবিধানে যেহেতু জনগণের অধিকার নিশ্চিত করা আছে, এটা সংঘবদ্ধভাবে আমাদেরই পাহারা দিতে হবে।