আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দঃ বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

গণতন্ত্র হত্যা

চট্টগ্রাম দঃ বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত গণতন্ত্র হত্যা

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো: চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত বিএনপি কালো পতাকা মিছিলে অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাড়িয়ে কালো পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তখন বিপুল পরিমান নেতা কর্মী অফিস কার্যালয়ের বাইরে অবস্থান করছিল। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

৫ জানুয়ারী ২০১৪ এর মত ভোটারবিহীন নির্বাচনের চিন্তা বাদ দিয়ে বিরোধী রাজনৈতিক শক্তির সভা সমাবেশের উপর অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মুক্ত পরিবেশে সভা সমাবেশ করার সুযোগ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন। অন্যথায় বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করবে ইনশাল্লাহ।

২০১৮ সাল হবে অবৈধ সরকার পতনের সাল। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জাফরুল ইসলাম চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ও গণতন্ত্র পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন, এড. নুরুল ইসলাম, নাজমুল মোস্তফা আমিন, এড. মো: কাশেম চৌধুরী,¡

মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. মো: আবু তাহের, নজরুল ইসলাম চৌধুরী, শওকত ওসমান, শহীদুর রহমান, কে এম আনিছুর রহমান, সৈয়দুল আলম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, আব্দুল মান্নান তালুকদার, আখতারুজ্জামান বাবু, সুলতানুল আজিম চৌধুরী, ওলামা দল নেতা মওলানা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম রাহী, মহিলা দলের জান্নাতুল নাঈম রিকু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ প্রমুখ।